নিহত মাসুমার শরীরে ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি মাইলস্টোনের আয়া হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা। বোরহান উদ্দিন বড় মাইনকা গ্রামের আবুল কাশেমের মেয়ে। স্বামী প্রাইভেট কার চালক মো. সেলিম মিয়া। পরিবারের সঙ্গে মাইলস্টোন স্কুলের পাশেই ভাড়া বাসায় থাকতেন।
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামে আরও এক শিক্ষার্থীর মৃত্য হয়েছে। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক দগ্ধ শিশুটির মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৪ জন।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাকিন সরকার নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।